সরকার গরিবদের আইনি সহায়তা দিবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অসচ্ছল এবং আর্থসামাজিক কারণে অসমর্থ বিচার প্রার্থীকে বিচার পেতে বিপুল অর্থ খরচ করে আইনগত সহায়তা দেবে সরকার ।
‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৪’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে রোববার জাতীয় প্রেস ক্লাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষ ছাড়াও এসিডদগ্ধ নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্তা, বিনা বিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধি, পাচারকৃত নারী-শিশুসহ আর্থ সামাজিক কারণে বিচার পেতে অক্ষম নাগরিকদের সরকারি অর্থ ব্যায়ে আইনগত সহায়তা দেয়া হবে।
সরকারি খরচে আইন সহায়তা কোন দান নয় উল্লেখ করে তিনি বলেন, একটি দেশের জনগণের আইনি চাহিদা পূরণ এবং আইনগত প্রক্রিয়াকে আরো তরান্বিত করার লক্ষে আমাদের এ কাজ।
পাঁচ বছরে আইনি সহায়তা দ্বিগুনের বেশি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৯ সালে ৯ হাজার ১৬০ জন, ২০১০ সালে ১১ হাজার ২৬৬জন, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮ জন, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ জন, ২০১৩ সালে ১৯ হাজার ৪৯৩ জনকে বিনা অর্থে আইনি সহায়তা দেয়া হয়েছে।
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের জন্য সরকার আইনি সেল গঠণ করেছে- যেন কোনো শ্রমিক আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়।গত ৬ বছরে এ পর্যন্ত ৮২৯ জন শ্রমিককে আইনি সহায়তা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
আনিসুল হক বলেন, ২৩ হাজার ৮৯৫টি মামলা গত পাঁচ বছরে নিষ্পত্তি হয়েছে। এছাড়া ১ হাজার ৪৭টি জেল আপিল মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে। ৬ হাজার ৫৫২ জনকে আইনগত সহায়তার পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, সরকার প্রত্যেক জেলা জজ আদালত ভবনে একটি লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে।বর্তমানে আইনি সংস্থার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট ইউনিট জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটি আইনগত সহায়তার কার্যক্রম পরিচালনা করছে।
জনগণকে আইনগত তথ্যসেবা প্রদানের জন্য হটলাইন সার্ভিস, ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে জানান দেন আইনমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহা শেখ মো. জহিরুল হক, জাতীয় আইগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক শহীদ আমিনুল ইসলাম প্রমুখ।