৬ মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন সোহেল ও হাবিব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবি উন নবী খান সোহেলকে ৯ মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
অপরদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব আট মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
তাদের পক্ষে করা পৃথক আবেদনের শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
অরপদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
রাজধানীর পল্টন, রমনা ও মতিঝিল থানায় সহিংসতা, গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।