তেলবাহী ট্যাংকারে দগ্ধ ৩ জনের মৃত্যু

Mongla Ship মংলারিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ মংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত তেলবাহী ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ কর্মচারী মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

শনিবার ভোর ৪টার দিকে তেলবাহী ট্যাংকার এম টি জাকাহ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকাণ্ডের কোনো কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তেলবাহী ট্যাংকার এম টি জাকাহ জাহাজের মালিক মাহাবুব উদ্দিন জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এরমধ্যে মোসলেম উদ্দিন ও বাবুল মিয়াসহ তিনজন পথেই মারা গেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাস্থ হাইস্প্রিড কোম্পানির মালিকানাধীন ট্যাংকারটি বৃহস্পতিবার মংলা বন্দরে তেল নিয়ে পৌঁছায়। শুক্রবার বিকালে মংলাস্থ সামিট রিফাইনিং এই তেল খালাশ করে। এরপর রাতে পশুর চ্যানেলের ঢাংমারী এলাকায় নোঙ্গর অবস্থায় ট্যাংকারটিতেে আগুন লাগে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ