বাস চাপায় শিশু নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ শহরের উকিলপাড়া এলাকায় রাস্তা পারপারের সময় বাস চাপায় সবুজ (১৩) নামে এক হোসিয়ারী শ্রমিক নিহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ হোসিয়ারী শ্রমিক ও জনতা উকিল পাড়া এলাকা ও এর পার্শ্ববর্তী সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। দায়িত্বরত পুলিশ গাড়ি ভাঙচুরে শ্রমিকদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উকিলপাড়া এলাকায় সবুজকে চাপা দেয় আনন্দ পরিবহনের একটি দ্রুতগামী বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল সোয়া ১০টার দিকে বিক্ষুব্ধ হোসিয়ারী শ্রমিক ও জনতা উকিলপাড়া এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এ সময় উত্তেজিত জনতা আনন্দ পরিবহনের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের গাড়ি ভাঙচুরে বাধা দেয় এবং অবরোধ তুলে নিতে বলে। তবে, ঘাতক বাস চালককে গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এসময় শ্রমিকদের গাড়ি ভাঙচুরে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে, শেষ পর্যন্ত ঘাতক চালককে আটকের আশ্বাস দিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার কথা বলে পুলিশ।
অবরোধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বঙ্গবন্ধু রোড ও উকিল পাড়া এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।