৩৫ লাখ টাকা দামের মূর্তি উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, জয়পুরহাটঃ জয়পুরহাটের র্যাব সদস্যরা নওগাঁ জেলার পোরশা থেকে প্রায় ৯ কেজি ওজনের ৩৫ লক্ষ টাকা মুল্যের কষ্টি পাথরের একটি প্রাচীন বিষ্ণু মুর্তি সহ ২ মুর্তি ব্যাবাসয়ীকে আটক করেছে। আটককৃত দুই মুর্তি ব্যাবসায়ী হলো- নওগাঁ জেলার পোরশা উপজেলার শ্যামনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুল মজিদ।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, শনিবার বিকালে র্যাব সদস্যরা ওই এলাকায় মুর্তি কেনা-বেচার সময় প্রায় ১৫ইঞ্চি দৈর্ঘ্য এবং সাড়ে ৮ইঞ্চি প্রস্থ কষ্টি পাথরের প্রাচীন ওই বিষ্ণু মুর্তিটি সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ওই দুই মুর্তি ব্যাবসায়ী দীর্ঘ দিন থেকে এসব মুর্তি কেনা-বেচা করে আসছিল বলেও র্যাব জানায়।