নেইমার মেসিকেই সেরা বলছেন

neymarbarcelonaস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপের ঠিক আগের মৌসুমে ক্লাব বদলেছেন নেইমার। সান্তোস থেকে এসেছেন বার্সেলোনায়। মৌসুমটা খুব খারাপ যে কাটছে, তা বলা যাবে না। তবে আরো অনেক ভালো হতে পারত নিশ্চিতভাবে। সময়টাতে যে প্রতিনিয়ত শেখার ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেটিই বলেছেন নেইমার, ‘ভিন্ন এক দেশের ভিন্ন এক ফুটবল সংস্কৃতি থেকে এসেছি আমি। সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমাকে তাই প্রতিনিয়ত শিখতে হচ্ছে। ইউরোপে প্রথম মৌসুমটা আমার জন্য শেখার মৌসুম। আশা করছি, এই শেখাটা আমাকে পরের মৌসুমে আরো অনেক ভালো করতে সাহায্য করবে।’ আর সাহায্য করবে বিশ্বকাপে ব্রাজিলকে জেতাতেও। কারণ সব ধরনের ফুটবলের সঙ্গেই তো এখন হাতেকলমে পরিচয় হয়ে গেল তার। আপাতদৃষ্টিতে ক্লাবে গড়পড়তা মৌসুম গেলেও সেটি আবার ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে জ্বলে উঠতে করবে সাহায্য। ক্লাবে বিবর্ণ হয়ে থাকার মাঝে সেলেসাওদের হয়ে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করে এর প্রমাণও তো দিয়েছেন তিনি।

আর শিখছেন তিনি লিওনেল মেসির কাছে। প্রতিদিন ট্রেনিংয়ে এ আর্জেন্টাইন জাদুকরের কারিকুরি চর্মচক্ষে দেখে আরো মুগ্ধ নেইমার। সে কারণেই কোপা দেল রে ফাইনালে গ্যারেথ বেলের অসাধারণ গোলের প্রশ্নে ক্লাব-সতীর্থকে টেনে আনলেন অবলীলায়, ‘বেল অসাধারণ এক ফুটবলার, চলতি মৌসুমে সেটির প্রমাণ ও রাখছে। তবে প্রতিদিন আমি লিওর সঙ্গে অনুশীলন করি তো। আমার কাছে ও-ই বিশ্বসেরা।’

স্বাগতিক ব্রাজিলের সমস্ত আশা আবর্তিত হচ্ছে ২২ বছরের এ জাদুকরকে ঘিরে। প্রতিদান দেওয়ার প্রতিজ্ঞা আছে তার। আর স্বাগতিক হিসেবে দুর্দান্ত বিশ্বকাপ আয়োজনের প্রত্যাশাও নেইমারের, ‘আমি বিশ্বকাপ জিততে চাই। এটিই আমার স্বপ্ন। অসাধারণ এক বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি আমরা। সে ক্ষেত্রে দুর্দান্ত এক সহায়ক শক্তি আছে আমাদেরÑসমর্থকরা। বিশ্বকাপের দুর্দান্ত আয়োজনে তারা আমাদের সঙ্গে থাকবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ