হতাশা ব্যক্ত করলেন গম্ভীর
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মোটরবাইক কেনার সময় ব্যাঙ্ক লোনে যে গম্ভীর পারসেন্ট ইন্টারেস্ট দিতে হত, তা আজ তুলে নেওয়া হল!’
‘গম্ভীর এক রান করার পর আজ ওর নাম পাল্টে লাফিং বুদ্ধ করে দিলাম৷’
উপরের দুটো বাক্য নমুনা মাত্র৷ এ রকম গৌতম গম্ভীরকে নিয়ে শয়ে শয়ে জোকস ভরে উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো৷
পরপর তিন ম্যাচে শূন্য করার পর শনিবার সপ্তম আইপিএলে প্রথম রানটি নেওয়ার সময় গম্ভীরের জন্য প্রচুর হাত তালি পড়ল আবু ধাবির স্টেডিয়ামে৷ কিন্তু তখনও জানা ছিল না, ওই একটি রানেই থামবেন গম্ভীর৷
ম্যাচ শেষে গম্ভীরের অবশ্য সেই একই ধরনের বুলি৷ তবে প্রশংসা করলেন সূর্য যাদব ও মর্নি মর্কেলের৷ বললেন, ‘বোলাররা দুর্দান্ত বোলিং করেছে৷ মর্নি আক্রমণাত্মক বোলার৷ এখনও পর্যন্ত দারুণ৷ মাঠে যে রকম শিশির ছিল তাতে রানটা তাড়া করা যেত৷ কিন্তু আমরা পারিনি। ১৩২ রানের জবাবে মাত্র ১০৯ করায় আমরা হতাশ। নিজে রান না পাওয়াতেও আমি হতাশ। সূর্য খুবই প্রতিভাবান ক্রিকেটার৷ ও আরও সুযোগ পাবে৷ হয়তো আরও উপরের দিকে৷’
বিপক্ষ ক্যাপ্টেনের কাছে এই জয় অনেকটা পড়ে পাওয়া চোদ্দ আনা৷ কেকেআরকে ১০৯ রানে অলআউট করে দেওয়ায় স্বভাবতই বোলারদের নিয়ে উচ্ছ্বসিত জর্জ বেইলি৷ তার কথায়, ‘বোলাররা দারুন পারফর্ম করল৷ আমরা হয়তো ২০-৩০ রান কম করেছিলাম৷ জানতাম তাড়াতাড়ি কয়েকটা উইকেট ফেলে দিলে জেতার সুযোগ আসবেই৷ আমরা টেল এন্ডারদের উপর চাপ বাড়িয়ে ফেলেছিলাম৷ আমি বা বীরু বা মিলারের শেষ পর্যন্ত থাকা উচিত ছিল৷’ বেইলির প্রশংসা ছিল ম্যাচের সেরা সন্দীপ শর্মার জন্যও, ‘সন্দীপ আরও পরিণত৷ অনেক বেশি আত্মবিশ্বাসী এখন৷ ওই আমাদের কাজটা সহজ করে দিল৷