তিন জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় বাড়ির দারোয়ান, কাজের বুয়াসহ ছয়জনকে হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
একইসঙ্গে বিচারিক আদালতের দেয়া এক ফাঁসির আসামিকে খালাস দেয়া হয়েছে।
ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ রায় দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এবিএম শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ অক্টোবর রাজধানীর পল্লবী আবাসিক এলাকার ২৪/২০ হোল্ডিংয়ের বাড়ির দারোয়ান মনির, মিলন, কাজের বুয়া আন্না, রিজিয়া, খাদিজা ও তোফেলকে গলা কেটে হত্যা করে দুর্বত্তরা। পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক অজ্ঞাতনামা আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের একবছর পর মাসুম মাতবর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর মাসুমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জের ধরে আজিম, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। আদালতে আজিম ছাড়া বাকি তিনজন তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার শুনানি শেষে ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ চার আসামিকে অভিযুক্ত করে ফাঁসির রায় দেন।
ডেথ রেফারেন্স ও আপিল শুনানির পর হাইকোর্ট আসামি এম এ আজিমকে খালাস ও বাকি তিন আসামির ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।
বর্তমানে এ চারজনই কাশিমপুর কারাগারে ফাঁসির সেলে বন্দি।