নকিয়ার রত্ন বিশ্বের ডিজিটাল মানচিত্র
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নকিয়ার মোবাইল বিভাগটি এখন মাইক্রোসফটের। নকিয়ার হাতে তাহলে থাকল কী? বাজার বিশ্লেষকেরা বলছেন, নকিয়ার হাতে এখনও একটি রত্ন রয়ে গেছে যা নকিয়াকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে। নকিয়ার এই রত্নটি হচ্ছে ‘হেয়ার ম্যাপস’। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন দশকের সফল পথ চলার পর প্রথমবারের মতো মোবাইল ফোনের ব্যবসা ছাড়াই ভবিষ্যতের পথে চলা শুরু করেছে নকিয়া। ৭৫০ কোটি মার্কিন ডলারে মোবাইল ফোন ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করেছে নকিয়া কর্তৃপক্ষ। ২৫ এপ্রিল নকিয়া ও মাইক্রোসফটের মধ্যে চুক্তির মাধ্যমে নকিয়ার মোবাইল ফোন ব্যবসা মাইক্রোসফটের হয়ে গেছে। মাইক্রোসফট-নকিয়ার চুক্তি শেষ হওয়ার নকিয়ার ফোন ব্যবসার বাইরে আর যা অবশিষ্ট রয়েছে এখন সেগুলোর দিকে ফিরে তাকানোর সময়।
এখন নকিয়ার হাতে রয়েছে মোবাইল নেটওয়ার্কিং ব্যবসা এবং গবেষণা ও মেধাস্বত্ব বিভাগ। তবে বর্তমান নকিয়ার সবচেয়ে দামি রত্ন হচ্ছে ডিজিটাল ম্যাপিং বা বিশ্বের ডিজিটাল মানচিত্র।
নকিয়ার এই হেয়ার ম্যাপসের রত্ন হয়ে ওঠার পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে গুগল। কারণ এরই মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তার সুযোগে গুগল ম্যাপস মানুষের কাছে চলে গেছে। অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য ব্যবহারকারীরা এখন গুগল ম্যাপসেই ভরসা করেন। বিশ্বের একশো কোটিরও বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করছেন। এদিকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিফল্ট হিসেবে সেট করা হেয়ার ম্যাপ ব্যবহারকারীর সংখ্যা এক কোটির কাছাকাছি। কিন্তু অটোমোবাইল ম্যাপিং হিসাব করলে হেয়ার ম্যাপস গুগলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বিল্ট ইন কার নেভিগেশন সিস্টেম হিসেবে ৮০ শতাংশ বাজার দখল করে রেখেছে হেয়ার ম্যাপস।
মার্কিন বাজার-বিশ্লেষকেদের মতে, নকিয়ার ম্যাপস বিভাগটির দাম হতে পারে ৬০০ কোটি মার্কিন ডলার। এই ম্যাপস সেবাটি কিনতে স্যামসাংয়ের মতো পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আগ্রহ দেখাতে পারে। সব মিলিয়ে মোবাইল ফোন ব্যবসা থেকে বেরিয়ে এলেও নকিয়ার হাতে দামি আরেকটি রত্ন এখনো রয়ে গেছে।