সোমবার দেশব্যাপী শিবিরের বিক্ষোভ, মঙ্গলবার সাতক্ষীরায় হরতাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
রোববার সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মঙ্গলবার সাতক্ষীরা জেলায় হরতাল ডেকেছে জেলা জামায়াত।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এ হরতালের তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরায় পুলিশের গুলিতে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২৫) নিহত হন। এ সময় শহর শিবিরের সভাপতি আবু তালেবসহ গুলিবিদ্ধ হন আরও ৭ জন।