পদ্মাসেতুতে ইসলামী ব্যাংক দেবে ২ হাজার কোটি টাকা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পদ্মাসেতু প্রকল্পে ইসলামী ব্যাংক ২ হাজার কোটি দেবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে ২ হাজার কোটি টাকা নেওয়া হবে। তারা যে প্রক্রিয়াতেই দিক, সেভাবেই নেওয়া হবে। বিনিয়োগের সব দরজা ইসলামী ব্যাংকের জন্য খোলা।’
রাজধানীর একটি হোটেলে রোববার রাত ৮টার দিকে ‘শরিয়া ব্যাংকিং: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের সেমিনারে সভাপতিত্ব করেন।
লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে অর্থ নেওয়া হলেও সমালোচনার মুখে শেষ পর্যন্ত এ খাতে ইসলামী ব্যাংকের টাকা ব্যয় করেনি সরকার।