কালবৈশাখী ঝড়ে ১২ জন নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কালবৈশাখী ঝড়ে নেত্রকোনার চার উপজেলায় আটজন এবং সুনামগঞ্জের ধরমপাশায় চারজন নিহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহমান জানান, রোববার রাত ১১টার পর এ দুই জেলায় কালবৈশাখী ঝড় হয়।
ঝড়ে ১২ জন নিহত হয়েছেন বলে নেত্রকোনার পুলিশ সুপার এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন।
নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে কলমাকান্দা উপজেলার বিষমপুর গ্রামে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
এছাড়া ঝড়ে ঘরচাপায় মোহনগঞ্জে একজন, বারহাট্টায় একজন এবং নেত্রকোনা সদর উপজেলার বন্নি গ্রামে সদর আলী নামে একজন মারা গেছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইয়ামিন চৌধুরী বলেন, রাতে কালবৈশাখী ঝড়ে ধরমপাশা উপজেলায় চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার সুকাইরাজাপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামের কাচুমিয়া (৩৫), একই ইউনিয়নের মধুপুর গ্রামের শামসুমিয়া (৬৫), দক্ষিণ সুকাইরাজাপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের বেবী আক্তার (৮) এবং দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের দাকিয়া গ্রামের দুদু মিয়া (৪০)।