বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রেন লাইনচ্যুত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে দ্রুতযান এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার রাত ১১টায় ঢাকা থেকে দিনাজপুরগামী ওই ট্রেনটি টর্নেডোর কারণে লাইনচ্যুত হয় বলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি বলেন, “ট্রেনটি ১১টার দিকে সেতুর ওপর ওঠার পর ৭ নম্বর পিলারের কাছে এলে টর্নেডো আঘাত করে। আঘাতে এটির ১৩টি বগির মধ্যে বগিগুলো লাইনচ্যুত হয়ে রেলিংয়ে ধাক্কা খায়।”
এই ঘটনায় রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযানে হতাহতের কোনো নজির ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেতুর দেখভালের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রণ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি।
“তারপরও নিশ্চিত হওয়ার জন্য সেতুর নিচেও তল্লাশি চলছে,” বলেন তিনি।
বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান সিসিসি’র ট্রাফিক ম্যানেজার লেফটেনেন্ট কমান্ডার মুজাহিদ বলেন, দুর্ঘটনার পরপরই তারা একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
তিনি বলেন, “বগিগুলো লাইনচ্যুত হওয়ার সময় কেউ নদীতে পড়ে গেছে কি না, তার খোঁজ করতে স্পিডবোট নিয়ে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।”
দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যেই পাবনার পাকশী ও ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।
দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেতুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
দুর্ঘটনার পর সেতুতে গাড়ি পারাপারের উত্তর লেনে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলোও সেতুর দক্ষিণ লেন ব্যবহার করছে।