বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৩
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুমিল্লাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় প্রাইভেটকার ডাকাতি করার সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন।
রোববার রাত সোয়া ২টায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম জানা যায়নি।
আহতরা হলেন-দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক, কনস্টেবল ইসহাক ও প্রাইভেটকার চালক তাজুল। এদের মধ্যে তাজুল গুলিবিদ্ধ।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া এবিসি নিউজ বিডিকে জানান, রাতে হাসানপুর এলাকায় একদল ডাকাত যাত্রীবাহী একটি প্রাইভেটকারের সামনের গ্লাস লক্ষ্য করে রড নিক্ষেপ করে। বিষয়টি দেখতে চালক গাড়ি থেকে নামলে ডাকাতরা গাড়ির যাত্রীদের সঙ্গে থাকা সোনার গহনা ও টাকা লুট করে চালকের পায়ে গুলি করে। এসময় দাউদকান্দি থানা পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের এক সদস্যকে পুলিশ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এসময় ডাকাতের হামলায় পুলিশের ওই দুই সদস্য আহত হন।