বিশ্ব ব্যাংক জ্বালানী ও নদী শাসনে আর্থিক সহায়তা দিতে চায় : অর্থমন্ত্রী

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের বিদ্যুৎ জ্বালানী ও নদী শাসনে বিশ্ব ব্যাংক আর্থিক সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বিশ্ব ব্যাংকের আবাশিক পরিচালক জোহানেস জাট, মিগা’র এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেইকো হোন্ডাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানী খাতে সহায়তার জন্য বিশ্ব ব্যাংক আগহ প্রকাশ করেছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা মিগা (মাল্টি ইনভেষ্টমেন্ট গ্যারান্টি এজেন্সি) ইতিমধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৩৩০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। মিগা অনুরুপ অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে।
বিশ্ব ব্যাংকের আবাশিক পরিচালক জোহানেস জাট সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করতে চেয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্ব ব্যাংক এখন যমুনার পশ্চিম তীরে নদী শাসনে অর্থিক সহায়তা দিতে আগ্রহী। সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ