টিকে রইলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুই গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসির জয়সূচক গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। ৩-২ গোলের এই জয়ে লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনও টিকে আছে বর্তমান চ্যাম্পিয়নদের।
শনিবার প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা সমতায় ফেরে দুটি আত্মঘাতী গোল থেকে। এপর জয় এনে দেন মেসি। সাবেক কোচ তিতো ভিলানোভার অকাল প্রয়াণের পর এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ।
এই জয়ে ৩৫ খেলায় ৮৪ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার দুই নম্বরে উঠে এলো ক্যাম্প নউয়ের দলটি। ৮৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আতলোতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার সঙ্গে লিগের শেষ ম্যাচটি খেলবে আতলেতিকো। তবে তার আগের দুই ম্যাচ জিতলেই বড় দুই দলকে ছাড়িয়ে শিরোপা ছিনিয়ে নেবে দিয়েগো সিমেওনের দল।
রোববার রাতে ম্যাচের ১৯তম মিনিটে প্রথম পরিস্কার সুযোগটি পেয়েছিল বার্সেলোনাই। মেসিকে সেবার হতাশ করেন ভিয়ারিয়াল গোলরক্ষক আসেনজো।
২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভিয়ারিয়াল। কানির ক্রস থেকে অতিথিদের জালে জড়াতে পারেননি পেরেইরা।
পাঁচ মিনিট পর স্বাগতিকদের আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে যায় জিওভানির ব্যর্থতায়। কানির ক্রস কাজে লাগাতে পারেননি মেক্সিকোর এই খেলোয়াড়।
অধিকাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা। ৪৩তম মিনিটে আলেক্সিস সানচেস ও চাভি একটি সুযোগ তৈরি করলেও কিন্তু সেটি ব্যর্থ করে দেন মারিও।
৪৫তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন আকুইনো। কানির ক্রস থেকে তার দুর্বল শট লাইন থেকে ফিরিয়ে দেন বারত্রা।
সেবার রক্ষা পেলেও যোগ হওয়া সময়ে পিছিয়ে পড়ে বার্সা। কানি এগিয়ে নেন দলকে।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা ৫৩তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। মেসির জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লাগে। দুই মিনিট পর মেসির ফ্রি-কিক থেকে দলকে রক্ষা করেন আসেনজো।
৫৫তম মিনিটে পুরো গ্যালারিকে উৎসবে মাতিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ত্রিগুয়েরোস। আকুইনোর ক্রস থেকে অরক্ষিত তার হেড ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি পিন্তো।
৬২তম মিনিটে ইনিয়েস্তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ব্যবধান কমে। দানি আলভেজের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান তিনি।
একের পর এক আক্রমণ করলেও গোলের সুযোগ তৈরি করতে না পারা বার্সেলোনা ৭৮তম মিনিটে সমতায় ফেরে আরেকটি আত্মঘাতী গোলে। আলভেসের বিপজ্জনক ক্রস হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান মুসাচিহিও।
৮২তম মিনিটে আবারো মেসিকে হতাশ করেন আসেনজো। কিন্তু পরের মিনিটে দলকে জয় সূচক গোলটি এনে দেন চারবারের বর্ষসেরা ফুটবলার।