মেট্রোরেল আইন ২০১৪’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লাইসেন্স ছাড়া মেট্রোরেল পরিচালনা করলে সর্বোচ্চ ১ কোটি টাকা জড়িমানা ও দশ বছর কারাদন্ডের বিধান রেখে মেট্রোরেল আইন ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মেট্রোরেল বর্তমান সরকারের একটি বড় উদ্যোগ। এই মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মেট্রোরেল আইন ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইন এখন আইন মন্ত্রনালয়ের বেটিংয়ের পর আবার মন্ত্রিসভায় উত্থাপিত হবে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, রাজধানীর উত্তরা থেকে পল্লবী, মিরপুর দশ, আগারগাঁও, বিজয় স্মরনী ফার্মগেট, শাহাবাগ, টিএসসি, দোয়েল চত্ত্বর, তোপখানা রোড হয়ে মতিঝিল এসে শেষ হবে মেট্রোরেলের রাস্তা। মেট্রোরেলের মোট ১৬টি ষ্টেশন নির্মান করা হবে।
তিনি বলেন, লাইসেন্স ছাড়া কেউ মেট্রোরেল পরিচালনা করলে সর্বোচ্চ ১ কোটি টাকা জড়িমানা ও দশ বছর কারাদন্ডের বিধান করা হয়েছে। এছাড়া কেউ চলাচলে বাঁধার সৃষ্টি করলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানে যাতে অনিয়ম না হয়, সেজন্যও বিশেষ বিধান করা হয়েছে। ভাড়া নির্ধারণে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে এই আইনে।
সচিব আরো বলেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে সমন্বয়ের জন্য ঢাকা পরিবহন সমন্বয় প্রকল্প (ডিএমটিসি) গঠন করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে সরকারী যানবাহন আইন ২০১৪’র খসড়া অনুমোদন ও ইভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪’র চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ