শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি মেলেনি

Dilani ডিলানিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকায় টিকফার প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্প পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় প্রথম বৈঠক শেষে বিকেলে যৌথ সংবাদ সম্মেলন হয়।

বৈঠকে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। ১২ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।

বৈঠক সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেন, তৈরি পোশাক শিল্পে শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে বৈঠকে আমরা যুক্তি উত্থাপন করেছি। যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়েটি জানাবে।

বাণিজ্য সচিব বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি তৈরি পোশাক শিল্পে যেন শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি বলেন, শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) ফোরামে আলোচনা হচ্ছে। আলোচনা এখনো শেষ হয়নি।

তিনি বলেন, স্থগিত হওয়া জিএসপি পুনর্বহালে যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে অগ্রগতি হয়েছে। এখনো অনেক কিছু বাকি আছে।

কোন কোন বিষয় বাকি আছে- এমন প্রশ্নের জবাবে মাইকেল ডিলানি বলেন, “শ্রম আইন বাস্তবায়ন হয়নি। কারখানাগুলোর নিরাপত্তা বিষয়ে পরিদর্শন এখনো বাকি আছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ