কাপ্তাই হ্রদের পানি বিদ্যুতের ৪টি ইউনিট বন্ধ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাঙ্গামাটিঃ কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানির অভাবে বন্ধ হয়ে গেছে কাপ্তাই পানি বিদ্যুতের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট। একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন চললেও পানি কমতে থাকায় এ ইউনিটও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রহমান জানান, এখন দৈনিক গড়ে ১১৬ থেকে ১১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হ্রদে এখন যে পরিমাণ পানি আছে এতে একটা ইউনিট বা মেশিন চালালে ৫৫ দিন চলবে আর দুটো মেশিন চালাতে গেলে ২৬ দিন পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, পানির স্তর সর্বনিম্ন ৬৮ এমএসএল (মিনস সি লেভেল) পর্যন্ত থাকলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পানির স্তর এর নিচে নেমে গেলে ও বৃষ্টি না হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবার আশঙ্কা থেকে যায়।