বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে দুই মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্যে সরকারে অসন্তোষ
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে বাংলাদেশের দুই মন্ত্রীর পরস্পর বিরোধী দেওয়া নিয়ে সরকারের শীর্ষ মহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারের শীর্ষস্থানীয় একজন মন্ত্রী এমন পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন।
সোমবার (আজ) বিশ্ব ব্যাংকের আবাশিক পরিচালক জোহানেস জাট, মিগা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেইকো হোন্ডা’র সঙ্গে বৈঠক শেষে বলেছেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের জ্বালানী ও নদী শাসনে আর্থিক সহায়তা দিতে চায়। এর এক দিন আগে (রোববার) যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব ব্যাংকের আগ্রহ নয়, বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানী ও নদী শাসনে আর্থিক সহায়তা দিতে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের এমন পরস্পর বিরোধী বক্তব্য সরকারের শীর্ষ মহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সন্ধ্যায় এ বিষয়ে তোফায়েল আহমেদ এবিসি নিউজ বিডির কাছে বলেন, আমি আমার কথাই বলবো, আমরা যারা সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ে আছি, তাদের কথায় কোন প্রকার বিতর্ক সৃষ্টি হোক, তা কারোই কাম্য নয়। আমাদের পরস্পর বিরোধী কো বক্তব্য দেওয়া উচিৎ নয়। এতে দাতাগোষ্ঠীর মাঝে অসন্তোষ্টি হতে পারে। এটা থেকে বিরত থাকা উচিৎ।
উল্লেখ্য, আজ (সোমবার) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানী খাতে সহায়তার জন্য বিশ্ব ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা মিগা (মাল্টি ইনভেষ্টমেন্ট গ্যারান্টি এজেন্সি) ইতিমধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৩৩০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। মিগা অনুরুপ অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে।
বৈঠকে বিশ্ব ব্যাংকের আবাশিক পরিচালক জোহানেস জাট, মিগা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেইকো হোন্ডাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সচিবারয়ে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের আগ্রহ নয়, বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানী ও নদী শাসনে আর্থিক সহায়তা দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বিশ্ব ব্যাংককে ইঙ্গিত করে বলেন, জ্বলে বাস করে কখনো কি কুমিরের সাথে যুদ্ধ করা যায়।