রাবিতে ২ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

rabi rajshahi University রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই নেতাকর্মীর হাত ও পা কেটে দিয়েছে শিবির। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার রাবি ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী টগর মোহাম্মাদ সালেহ এবং ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মাসুদ হোসেন। তারা দু’জনেই মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টগর ও মাসুদ হবিবুর রহমান হলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন শিবির ক্যাডার অতর্কিত ককটেল ফাটিয়ে তাদের ওপর হামলা করে।

এসময় শিবির ক্যাডাররা তাদের উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে টগরের ডান হাতের কব্জি এবং মাসুদের একটি পা হাঁটুর নিচ থেকে আলাদা হয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে টগর ও মাসুদকে কুপিয়েছে। তারা দুজনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ছাত্রলীগের দুই নেতাকর্মীর ওপর হামলা ও হাত-পা কেটে দেওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ