সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জামায়াতকর্মী নিহত

satkhira সাতক্ষীরারিপোর্টার, এবিসি নিউজ বিডি, সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় সখিপুর ইউনিয়নের কেওড়াতলা এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি নিহত হন।

নিহত জামায়াত কর্মীর নাম সিরাজুল ইসলাম (৪৫)। তিনি একই উপজেলার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

দেবহাটা থানার ওসি জালালউদ্দিন জানান, দেবহাটা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি সিরাজুল ইসলামকে সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে ভোরের দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সখিপুর ইউনিয়নের কেওড়াতলা নামক এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা জামায়াতের লোকজন পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল বিষ্ফোরণ করে। তিনি আরও জানান, এ সময় পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি ছুঁড়লে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম মারা যান। এ সময় পুলিশের দুই কনস্টেবল আমিরুল ইসলাম ও সাইদুল ইসলাম আহত হন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তার মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ