মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতি বছরের ন্যায় চলতি বছরেও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে মহান মে দিবস উৎযাপনে সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল ৭টায় মতিঝিলের শ্রম ভবনের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। সকাল দশ টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে মূল আলোচনা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের উদ্যেশে বক্তব্য রাখবেন।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবসের সরকারী কর্মসূচী জানাতে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি’। এ দিনকে কেন্দ্র করে পহেলা মে সকাল ৭ টায় মালিক ও শ্রমিকদের সমন্বয়ে র‌্যালী অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। এছাড়াও সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ দিনের উদ্বাধনী অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের উদ্যেশে গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন।
তিনি আরো জানান, এ দিনকে কেন্দ্র করে ৪ মে জাতীয় প্রেসক্লাবে ২টি সেমিনারের আয়োজন করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, স্মরনীকা প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন আলোচনা সভা ও টক শো, বিভিন্ন সড়কে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হবে। এ ছাড়াও জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালনের জন্য ডিসিদের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ