শ্রমিকদের কল্যাণে স্বতন্ত্র তহবিল গঠন করা হবে : শ্রম সচিব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শ্রমিকদের কল্যাণের লক্ষে শ্রম মন্ত্রণালয়ের গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভাংশ জমা দিতে গার্মন্টস মালিকদের অনাগ্রহ রয়েছে। এ কারণে তাদের জন্য স্বতন্ত্র একটি তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবসের সরকারী কর্মসূচী জানাতে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শ্রম সচিব বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ২০০৬ সালে গঠন করা হয়। ২০০৮ সালে এ তহবিল গঠন করা হয়। কিন্তু দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের লাভের শূন্য দশমিক ৫ভাগ লভাংশ এই তহবিলে জমা দিতে চায় না। গত দুবছর ধরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এতহবিলে সহায়তা দিয়েছে। এ পর্যন্ত ৫০ কোটি টাকা এ তহবিলে জমা পড়েছে। তবে এ বছর মে দিবসে আরো ৭ টি প্রতিষ্ঠান এ তহবিলে ৮ কোটি টাকা জমা দেবে। শ্রম দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব অর্থের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেক তুলে দেওয়া হবে।
মিকাইল শিপার বলেন, নিয়ম অনুযায়ী শিল্প কারখানায় এজন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করে তাদের মাধ্যমে এ লভাংশ ব্যবস্থাপনা করবে। এক্ষেত্রে নুন্যতম এক কোটি টাকার উপরে নীট লাভ হলে তার ৫ ভাগ লভাংশ আলাদা করে তার ৪ ভাগ নিজ কর্মচারীদের মধ্যে বন্টন করে বাকী ১ ভাগের অর্ধেক শ্রমিক প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে বাকি শূন্য দশমিক ৫ভাগ লভাংশ শ্রমিক কল্যাণ ফাইন্ডেশনে জমা দেবেন।
তিনি আরো বলেন, এখনই সকল প্রতিষ্ঠানকে এ ফান্ডে লভাংশ জমা দেওয়াকে বাধ্যতামূলক করা হয়নি তবে, ভবিষ্যতে এটি বাধ্যতামূলক করা হবে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী, প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্ধারিত লভ্যাংশ দিতে হয়। কোনো কোম্পানির অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল পরিচালনায় গঠিত ট্রাস্টি বোর্ড এ সময়ের মধ্যে লভ্যাংশ জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ট্রাস্টি বোর্ড যদি অব্যাহতভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যর্থতার প্রথম তারিখ হতে প্রত্যেক দিনের জন্য আরো পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।