কারাগারে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। জয়নুল আবেদিন (৫০) নামে এ ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে বলে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, জয়নুল আবেদিনের বর্তমান ঠিকানা উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের ৩ নম্বর বাড়ি। এছাড়া তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলার সাতঘরিয়া গ্রামে এবং খুলনার খালিশপুরে হাউজিং স্টেট, ১৫১ নম্বর সড়কের ১১৭ নম্বর বাড়ি।
রাজধানীর পল্টন ৩৮ (২)২০০৭, মতিঝিল ৩৫(১)২০০৮, কোতোয়ালী ও ত্রিশাল থানার বিচারাধীন মামলায় জয়নুল দীর্ঘদিন খুলনা কারাগারে (হাজতি ৬২৪/১১) বন্দী ছিলেন। সেখান থেকে গত ২১ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়। সোমবার রাত ১১টায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।