কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আরও এক চুক্তি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে যৌথ মালিকানায় আরও একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হবে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিক চায়না হুয়াডিয়ান হংকং কোম্পানি লিমিডেটের সঙ্গে বাংলাদেশ পাওয়ার ডেভলাপমেন্ট বোর্ডের (বিপিডিবি) এ চুক্তি সই হয়।
চুক্তিটিতে স্বাক্ষর করেন বিপিডিবির চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ ও হুয়াডিয়ান হংকং কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান চ্যং ইয়াং গাং।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, চীনা রাষ্ট্রদূত লী জুন প্রমুখ।
এর আগে গত ১৯ মার্চ চীনা রাষ্ট্রীয় কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের সঙ্গে যৌথ মালিকানায় পটুয়াখালীতে আরও একটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।