দুর্নীতি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

dudok bodiuzzamanসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো: বদিউজ্জামান দেশে দুর্নীতি বিস্তারে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা এটাকে গুরুত্বের সাথে দেখছি। দুর্নীতি সমূলে নির্মূল করা সম্ভব নয়! এটা আমাদের সবার জানা। তবে সবার সহযোগিতা নিয়ে কমিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উস্থিত ছিলেন।

সভায় দুদক চেয়ারম্যান বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, তবে আজও মুক্তি পাইনি। ১৯৪৭ সনে আমরা এক প্রকার স্বাধীনতা অর্জন করি। এরপর পার্শ্ববর্তী অনেক দেশ স্বাধীনতা অর্জন করে। আজ তারা অর্থনৈতিক উন্নতির শিখরে অবস্থান করছে বলে দুদক চেয়ারম্যান জানান।

এক সময়কার দুর্নীতি দমন ব্যুরো এখন দুর্নীতি দমন কমিশন নামকরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুদুকের আগেকার আইনগুলো এখন আর কভার করছে না। নতুনভাবে আইন করতে হবে।

সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে বলেন, মানুষ তার সামান্য পুঁজিটুকু ব্যাংকে জমা রাখে নিরাপত্তার জন্য। সেই অর্থ ব্যাংক সংশ্লিষ্টরা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করবেন, এটা চলতে পারে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ