এসএমই খাতে ঋণ প্রবাহ বেড়েছে

SME এসএমইসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের সামগ্রিক ঋণ প্রবাহ কমলেও বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণ প্রবৃদ্ধি।

চলতি বছরের তিন মাসে (জানুয়ারি-মার্চ) ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ২১ হাজার ৫৩ কোটি  ৪১ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৭০১ কোটি ৪২ লাখ টাকা বেশি।

বাংলাদেশ  ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের ত্রৈমাসিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের এসএমই খাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ৮৮ হাজার ৫৩ কোটি ২৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরিতে ২১ হাজার ৫৩ কোটি ৪১ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। যা ২০১৩ সালের একই সময়ে ঋণ বিতরনের পরিমাণ ছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ সেই হিসেবে ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৭০১ কোটি ৪২ লাখ টাকা বা ৮ দশমিক ৭৯ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো ২০ হাজার ৪১৪ কোটি ৩৮ লাখ টাকা যা বিগত বছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৮ হাজার ৮৯৩ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ বিতরণ বেড়েছে  ১ হাজার ৫২২ কোটি ৫৫ লাখ টাকা বা ৮ দশমিক  শূন্য ৫ শতাংশ।

আলোচ্য ত্রৈমাসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ হাজার ৯৩৯ কোটি ৯১ লাখ  টাকা লক্ষ্যমাত্রার বিপরিতে ৬৩৯ কোটি ৩ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৯১ শতাংশ বা ১৭৮কোটি ৮৭ লাখ টাকা বেশি। ২০১৩ সালে একই সময় ঋণ বিতরণের পরিমান ছিল ৪৬ কোটি ১৬ লাখ টাকা।

আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন চারটি ব্যাংক তাদের ৫ হাজার ৫২৩ কোটি ৫৬ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরিতে ১ হাজার ৫০৯ কোটি ৬৪ লাখ টাকার এসএমই ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ২৭ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে বেসরকারি বাণিঝ্যিক ব্যাংকগুলো তাদের ৭৩ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ টাকার লক্ষ্যমাত্রা বিপরিতে ১৭ হাজার ৮৯৩ কোটি ৭৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৩৩শতাংশ।বিদেশীগুলো ২০৫ কোটি ৬৩ লাখ টাকা ও বিশেষায়িত ব্যাংকগুলো ৮০৫ কোটি ৩৫ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করেছে।

উল্লেখ, বাংলাদেশ ব্যাংকের প্রচলিত পুনঃঅর্থায়নের তহবিলের আওতায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪৮,২০৫ জন উদ্যোক্তাকে ৪ হাজার ৬৫৩ কোটি ২১ লাখ টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে যা বিগত ২০১৩ সালের একই সময়ের চেয়ে ৬৭৩ কোটি ৬৯ লাখ টাকা বেশি এবং পুনঃঅর্থায়নপ্রাপ্ত উদ্যোক্তার সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৯ জন। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ফান্ড ও এডিবি-২ ফান্ডের আওতায় ৯ হাজার ৬৫৬ জন নারী উদ্যোক্তাকে ৭৮০ কোটি ২৪ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে।

ব্যাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের  নিবিড় তদারকি ও গতিশীল নেতৃত্বের কারণে বিগত বছরের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে। ত্রৈমাসি প্রতিবেদনে দেখা গেছে কোনো কোনো ব্যাংক ইতোমধ্যেই তাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি ঋণ বিতরণ করেছে।

২০১৪ সালে নারী উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন বৃদ্ধি পেয়েছে ২১৭ কোটি ৭৪ লাখ টাকা এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ দশমিক ৭০ শতাংশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ