র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ধলু ও বাচ্চু নামে দুই বনদস্যু নিহত হয়েছেন। এ সময় আটক করা হয় আরও ৬ বনদস্যুকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফোরকান নামে একজন র্যাব সদস্য দস্যুদের গুলিতে আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভদ্র ফরেস্ট ক্যাম্প সংলগ্ন পশুর চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, বনদস্যু ধলু বাহিনী দীর্ঘদিন ধরে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার গুলজার হোসেনের নেতৃত্বে জেলের ছদ্মবেশে ১৭ সদস্যের র্যাব দল সোমবার রাত থেকে শরণখোলা রেঞ্জের ভদ্র এলাকায় অভিযান শুরু করে।
দস্যুরা বনের ভদ্রা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন পশুর চানেলে জেলেদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছে- এমন খবর পেয়ে র্যাব সদস্যরা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সেখানে পৌঁছায়। এ সময় দস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাব সদস্যরাও পাল্টাগুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে গোলাগুলির এক পর্যায়ে ছয় দস্যুকে আটক করা হয়েছে। এ সময় অপর এক দস্যু বনের গহীনে পালিয়ে যায় বলে জানান তিনি।
ফরিদুল আলম আরও জানান, ‘বন্দুকযুদ্ধ’ শেষে বন তল্লাশি করে কুখ্যাত বনদস্যু ধলুবাহিনীর প্রধান ধলু ও তার সেকেন্ডইন কমান্ড বাচ্চুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। নিহত দস্যুদের মৃতদেহ, অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘নদী থেকে দুই দস্যুর মৃতদেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচটি এক নলা ও একটি দোনলা বন্দুক, দুটি পয়েন্ট টুটুবোর এবং একটি সিক্স শুটার রাইফেল ও ৫৭৫ রাউন্ড বিভিন্ন ধরণের তাজা গুলি উদ্ধার করা হয়।’