অপহরণের চতুর্থ দিনেও উত্তাল নারায়ণগঞ্জ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবীসহ অপহৃত ৭ জনের উদ্ধারের দাবি এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করেছে নজরুল সমর্থকরা।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। টানা চতুর্থ দিনের অবরোধে যোগ দিয়েছেন অন্যান্য ওয়ার্ডের সাধারণ জনগণ।
অবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক থেকে সানারপাড় এলাকা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তবে তারা যানবাহনে কোনো প্রকার ভাঙচুর চালায়নি।
অবরোধের কারণে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।
অপহৃত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নজরুল ইসলামসহ তার সহযোগীদের অপহরণ হওয়ার ৪দিন অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
অন্যদিকে পুলিশ অপহরণের মামলার আসামিদেরও গ্রেপ্তার করছে না। আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই নজরুলসহ বাকি ৬ জনের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন নজরুলের পরিবারের সদস্যরা।