জেএমবি’র আসামি ছিনতাইয়ে ৮জন আটক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন (জেএমবি)’র দণ্ডপ্রাপ্ত তিন সদস্য ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটজনকে আটক করেছে র্যাব।
বুধবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, ভালুকা ও ময়মনসিংহে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে এবিসি নিউজ বিডিকে জানিয়েছেন র্যাব সদর দফতরের উপ পরিচালক (মিডিয়া) মেজর রুম্মন।
তিনি জানান আটকেরা হলেন- কামাল হোসেন সুবজ, ইউসুফ আলী সোহাগ, ইলিয়াস আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সোহেল রানা, মোর্শেদ আলী, আনোয়ার হোসেন ও নাসির উদ্দিন।
তিনি আরও জানান, ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে জেএমবি’র দণ্ডপ্রাপ্ত তিন সদস্যকে ছিনতাইয়ের ঘটনায় এরা জড়িত।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবি’র দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনতাই দুর্বৃত্তরা।
ছিনতাই হওয়া আসামিরা হলেন- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) ও রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)। এদের মধ্য রাকিবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; অন্য দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
এ সময় হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হন এক এসআই।