বিএনপি নেতা নাদিম মোস্তফা জামিনে মুক্ত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ও জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা।
বুধবার দুপর ১২টার দিকে সকল প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে গত ১৩ এপ্রিল বিএনপির কেন্দ্রের বিশেষ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি শেষ করে যাওয়ার সময় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহানগরীর লোকনাথ স্কুল মার্কেট এলাকার সড়কে পুলিশের টহল গাড়িতে বোমা হামলা চালায়। হামলায় ১০ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে কনস্টেবল সিদ্ধার্থকে ৠাবের একটি বিশেষ হেলিকপ্টারযোগে ওই দিন রাতে ঢাকার সিএমএইচ এ নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাজশাহীর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ১৮ দলের ৩৫০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।