দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন সংশ্লিষ্ট সবাইকে। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে অনেক দ্বীপ অঞ্চল রয়েছে। সেখানে আমরা আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করব। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৪ সাল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এ নিয়ে অনেক বাধা-বিপত্তি ছিল, অনেক বড় বড় দেশের সঙ্গে দ্বন্দ্ব ছিল। সেসব মোকাবেলা করে আমাদের এগোতে হয়েছে। কয়েক যুগ পার হয়ে গেছে। এজন্য আমাদের জোরেসোরে কাজ করতে হবে।