খাদ্যে ভেজালকারীদের যাবজ্জীবনের প্রস্তাব আইনমন্ত্রীর

anisul haque আইনমন্ত্রীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়েজিত ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন,২০১৩ এর বাস্তবায়ন’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।

তিনি বলেন, যারা খাদ্যে ভেজাল দিচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া উচিত। কিন্তু বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বিরোধীতা রয়েছে। বর্তমানে  খাদ্যে ভেজালকারীদে সর্বোচ্চ শাস্তি ১০ বছর সাজার বিধান রয়েছে। এটা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ডের করার প্রস্তাব করেন।

আইন মন্ত্রী বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ আগামী জুন মাসের মধ্যে পাশ করা হবে। এর আগে আরেকবার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসে এই আইনের বিস্তারিত আলোচনা করা হবে।

আনিসুল হক বলেন, বর্তমানে খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থাকলেও মোবাইল কোর্ট সর্বোচ্চ ২ বছর শাস্তি দিতে পারে। এনিয়ে কিছু জতিলতা আছে। তাই এ অপরাধের বিচার তড়িত গতিতে করার জন্য সংসদে প্রস্তাব দেয়া হবে। দুই জায়গায় এর বিচার হবে।  ২ বছর শাস্তিযোগ্য অপরাধীদের মোবাইল কোর্ট সাজা দেবে আর অন্যদের বিচার হবে দ্রুত বিচার আদালতে।

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

সভাপতির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ বলেন, একটি গুলিতে মারা যায় একজন মানুষ। আর ফরমালিনে মারা যায় হাজারও মানুষ। তাই  ফরমালিনের মাধ্যমে যারা খাদ্যে ভেজাল করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

তিনি বলেন, সরকারকে ভেজালমুক্ত খাবারের নিরাপত্তা দিতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যে বিষাক্ত দ্রব্য মিশিয়ে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ফেলছে। সাংবিধানিক অধিকার বজায় রাখতে হলে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করতে হবে। যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যেন ভেজাল খাওয়াতে সাহস না পায় যে জন্য ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৩ দ্রুত বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রীর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআই এর সহ-সভাপতি হেলাল উদ্দিন। এসময় আরও বক্তব্য দেন, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।

উপস্থিত  ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমানসহ এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ