বিটিসিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে : টিআইবি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পূর্বে বিটিসিএলকে একচ্ছত্র ক্ষমতা দেয়া হলেও ২০০৮ সালে আরও অনেক কোম্পানিকে শেয়ার দেয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত বিটিসিএল : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় উত্থাপিত এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়।
টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, পূর্বে বিটিসিএল আইসিএক্স সেবা প্রদানে একক প্রতিষ্ঠান ছিল কিন্তু ২০০৮ সালে এসে নীতিমালা পরিবর্তন করে আরও তিনটি কোম্পানিকে লাইসেন্স এবং রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষায় ২০১২ সালের ডিসেম্বরে আরও ২৫টি কোম্পানিকে আইজিডব্লিউ লাইসেন্স প্রদান করা হয়। যার ফলে ঐ কোম্পানিগুলোকে সাত শতাংশ ট্যারিফ শেয়ার প্রদান করার কারণে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের মুখে যায় বিটিসিএল।
এদিকে, বিটিসিএল এর জমি দখল সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখার আহমেদ বলেন, বিটিসিএল হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক যা রাজনৈতিক এবং স্থানীয় প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত দখল হচ্ছে।