গণমাধ্যম এখন জঙ্গিবাদতন্ত্র পর্বে আছে: ইনু
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাম্প্রদায়িকতা আর সামরিকতন্ত্রের পর্ব অতিক্রম করে আমরা এখন জঙ্গিবাদতন্ত্র পর্বে অবস্থান করছি বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
একই সঙ্গে তিনি বলেন, এই জঙ্গিবাদতন্ত্র অতিক্রম করতে হলে গণমাধ্যম ও সমাজকে অবশ্যই কিছু কাঁটার আঘাত সহ্য করতে হবে। যে সমাজ তা সহ্য করতে পারবে না সে সমাজে কখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক সকালবেলা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যমও এক ধরণের ব্যবসা। তাই বলে অন্য ব্যবসার কর্মীদের মত গণমাধ্যম কর্মীদের এক করা যাবে না।
গণমাধ্যম ও গণমাধ্যকর্মীদের মিথ্যার আশ্রয় থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যে সকল গণমাধ্যমগুলোরে মধ্যে অসাম্প্রদায়িকতার কাঁটা বিঁধে আছে সে সকল গণমাধ্যমগুলো যদি নিজেদের কাঁটা তুলতে না পারে তারা গণমাধ্যমের স্বাধীনতা ধরে রাখতে পারবে না।
পরাধীনতা আর স্বাধীনতা দুটোর মধ্যে অবস্থান করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা কি সামরিক শাসন, পাকিস্তান আর জঙ্গিবাদের বিরুদ্ধে না-কি মুক্তিযুদ্ধ আর গণতন্ত্রের পক্ষ্যে।
এ সময় তিনি বলেন, ছোট পত্রিকাগুলোকে বিজ্ঞাপনসহ বিভিন্নো সুযোগ-সুবিধা দেয়া হবে। এই বিষয়ে আলাপ-আলোচনা চলছে।
পত্রিকাটির সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক নিলমার এনাম, বোম্বে সুইটস্ এন্ড কোং এর উপদেষ্টা রোটারিয়ান ডি ডি ঘোষাল প্রমুখ।