পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Current Production বিদ্যুৎ উৎপাদনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মোহাম্মদপুর থানার শেখেরটেক জাপান গার্ডেন সিটির পশ্চিম পাশে নির্মাণাধীন ভবনের পানির মটর ছাড়ার সময় বিদ্যুৎস্পৃস্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

ওই ভবনের আরেক নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন বলেন, সকালে মটর ছেড়ে গোসল করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃস্ট হন। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন বলেন, বিল্ডিংয়ে অন্য শ্রমিক ও মালিক পক্ষ আসলে তার নাম পরিচয় জানা যাবে।

এদিকে চকবাজার সোয়ারীঘাটের তারা প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে ফারুক হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফারুক হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানান নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন।

আলাউদ্দিন জানান, সোয়ারীঘাটের তারা প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ফারুক হোসেন সকাল সাড়ে ৮টায় ঘুম থেকে ওঠে মটর ছেড়ে গোসল করার সময় বিদ্যুৎস্পৃস্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। নিহত ফারুকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তার বাবার নাম তাফাজ্জল হোসেন।

সে রাতে ওই কারখানায় ঘুমাত বলে আলাউদ্দিন জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ