আ’লীগের সম্পর্ক জঙ্গীদের সঙ্গে : খালেদা জিয়া

khaleda zia খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘ত্রিশালে পুলিশের পিকআপ ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে যুবলীগ নেতা জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এ থেকে বোঝা যায়, জঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের ‘মে দিবস’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এর আগে বিকেল সোয়া ৪টায় তিনি সমাবেশে এসে উপস্থিত হন। এ সময় হাত নেড়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

গুম হত্যার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, প্রতিদিন নদীতে লাশ আর লাশ ভেসে উঠছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমের খোঁজ আজও পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘টেন্ডার ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ নেতারা চলতে পারছেন না। আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে ২২৬ জন কোটিপতি। এরমধ্যে কোটিপতি হওয়া সত্ত্বেও ৪২ জন আয়কর দেন না।’

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান,  চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, শ্রমিকদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরফত আলী সপু, জাসাস কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ