জুতার বাড়ি খেয়েছেন খালেদা: প্রধানমন্ত্রী

Shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় নির্বাচন সম্পর্কে খালেদা জিয়া বিদেশিদের কাছে নালিশ করে বালিশ পেয়েছেন। আর দেশবাসীর কাছে তিনি ৫ জানুয়ারির নির্বাচনে ভাঙা জুতার বাড়ি খেয়েছেন।’

বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু হয়। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি শুরু হয়। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া শুরু হয়।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। একইভাবে খালেদা জিয়াও জাতীয় পতাকা তুলে দেন যুদ্ধাপরাধীদের হাতে। এখন যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। রায়ও কার্যকর করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে আওয়ামী লীগের আমলে। নির্বাচনের আগে খালেদা জিয়া কলকারখানা চালুর ঘোষণা দেন। কিন্তু তারা ক্ষমতায় আসলে কারখানা বন্ধ করে দেয়। বিএনপি সরকারের আমলে ন্যায্য মজুরি দাবি করেছিল শ্রমিকরা। কিন্তু পেয়েছিল গুলি। ১৭ জনকে হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এসে বিএনপির বন্ধ করা কারখানাগুলো খুলে দিয়েছি। অথচ ন্যায্য মজুরি দাবি করায় বিএনপি সরকার শ্রমিকদের রমজান মাসে গুলি করে হত্যা করেছিল। শ্রমিকদের শিল্পের মালিকানা দেওয়ার দৃষ্টান্ত আওয়ামী লীগ চালু করেছিল।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিদেশি পত্রিকায় আর্টিকেল লিখে বিএনপি নেত্রী জিএসপি সুবিধা বন্ধ করতে বলেছিলেন। সংসদে বলার পর তিনি তা অস্বীকার করেছেন। তিনি এভাবে দেশের অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপি গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল।’

আওয়ামী লীগের রাজনীতি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দরিদ্র খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকার গঠন করলে দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ