জানি না এরপর কে গুম হবে: এরশাদ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি পত্রিকা পড়ে জেনেছি গত চার মাসে ৬০ জন গুম হয়েছে। কাল সাতটি লাশ উদ্ধার হয়েছে। কারও মনে শান্তি নেই। সবার মনে আশঙ্কা, ভয়। জানি না এরপর কে গুম হবে। কার লাশ পাওয়া যাবে, কারটা পাওয়া যাবে না।’
রাজধানীর কাকরাইলে বৃহস্পতিবার আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘সরকারের এক মন্ত্রী বলেছেন, গুম-খুনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনাদের সীমা কত। কতজন গুম, খুন হলে তা আপনাদের সীমার মধ্যে থাকবে।’
এ সময় জাপা চেয়ারম্যান শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি সব কলকারখানা চালুর অনুরোধ জানান। এছাড়া খাদ্যে ভেজাল রোধে কঠোর আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তাজরিন ফ্যাশন ও রানা প্লাজায় নিহত শ্রমিকদের কথা স্মরণ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমরা আজ জিএসপি সুবিধা পাচ্ছি না। কারণ, বিশ্বের সবাই বলছে, আমরা শ্রমিকদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার মন খারাপ। অনেক কিছু বলার ছিল বলতে পারছি না। তোমরা আমার মনের কথা বুঝে নিও। রাস্তায় বেরিয়ে পড়েছি। দলকে এগিয়ে নেব, সংগঠিত করব। জাতীয় পার্টি আবার সরকার গঠন করবে।’
সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ছাড়াও জিএম কাদের উপস্থিত ছিলেন।