‘অপহৃতদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লোক দেখানো’

Nojrul Islam Brotherসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ অপহৃতদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লোক দেখানো। অপহরণ করে ৭ জনকে একত্রেই নারায়নগঞ্জের কোথাও রাখা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হলে সকলকে জীবিতই উদ্ধার করা যেত।’
নিহত নজরুল ইসলামের দাফন শেষে তার বড় ভাই নুরুল ইসলাম এবিসি নিউজ বিডির এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে উল্লেখিত অভিযোগ করেন। নজরুল ইসলামের বড় ছেলে তরিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম বলেন, ‘আমার ভাই নির্বাচিত জন-প্রতিনিধি। সাধারণ মানুষের ভোটে ২ নং ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হয়ে প্যানেল মেয়র হন। তাকেসহ অপহৃত ৭ জনকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লোক দেখানো।’
বুক চাপরাতে চাপরাতে নুরুল ইসলাম বলেন, ‘রোববার নজরুলসহ ৫ জন অপহরণের পর আমরা নুর হোসেনকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার পর একবারের জন্যও পুলিশ নুর হোসেনকে আটক করতে কোন প্রকার তৎপরতা চালায়নি। নুর হোসেনকে আটক করতে পারলে আমার ভাইসহ ৭ জনকেই জীবিত উদ্ধার করা যেত।’
নুরুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বিশ্বাস, অপহরণ করে ৭ জনকে একত্রেই নারায়নগঞ্জের কোথাও রাখা হয়েছিল। কারণ তাদের আলাদা আলাদাভাবে অপহরণ করা হয়েছিল। লাশ মিললো একত্রে। শুধু তাই নয়, লাশ পাওয়া গেল নারায়নগঞ্জের শীতালক্ষায়।’
তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হলে বিশেষ করে বেলা’র প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপরতা শুরু করেছিল, তেমন তৎপর হলে সকলকে জীবিতই উদ্ধার করা যেত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ