সিদ্ধিরগঞ্জ ও বেগমগঞ্জে ২ ব্যবসায়ীসহ অপহৃত ৩জন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই এক ব্যবসায়ীসহ দুইজন অপহৃত হয়েছেন। এছাড়া, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামে শুক্রবার এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ২৪ ঘণ্টার মধ্যে ৫ লাখ টাকা না দিলে ওই ব্যবসায়ীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে গেছে অপহরণকারীরা।
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই আরও দুইজন অপহৃত হয়েছেন।
অপহৃতরা হলেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫) ও চাকুরীজীবী তৌহিদুর রহমান (৩৫)। সাইফুল ইসলাম সোনামিয়া মার্কেটের সামিয়া সুপারশপের মালিক। অপহরনকারীরা সাইফুলকে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনার প্রতিবাদে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বিক্ষুব্দ জনতা শুক্রবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সন্ধ্যার মধ্যে অপহৃত সাইফুলকে উদ্ধারের আশ্বাস দিলে বিক্ষুব্দ জনতা সাময়িক সময়ের জন্য অবরোধ প্রত্যাহার করে নেয়।
অপহৃত সাইফুল জেলার সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকার আব্দুল মজিদের ছেলে ও তৌহিদুর রহমান কদমতলী এলাকার এখলাছুর রহমানের ছেলে।
অপহৃত চাকুরীজীবী তৌহিদুর রহমানের বাবা এখলাছুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল সকালে তৌহিদ অফিসের উদ্দেশ্যে ঢাকার মিরপুরে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ৩০ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে তার মোবাইলে তৌহিদের মোবাইল থেকে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য ফরহাদ ও স্বপন দায়ী।’ তিনি তার ছেলে অপহরণের বিষয়টি থানায় জানালেও পুলিশ লিখিত অভিযোগ নিতে অস্বীকৃতি জানান। পরে গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি লিখিত অভিযোগ নেয়।
অন্যদিকে, সাইফুল ইসলামের স্ত্রী সাদিয়া সুলতানা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাইফুলের মোবাইলে কে বা কারা ফোন করে সানাড়পাড় বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত দুইটার দিকে সাইফুলের দোকানের ম্যানেজার মো. আব্দুল হান্নানের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, ‘পুলিশের সর্বাত্মক শক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারে জোর চেষ্টা চলছে।’
উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামে শুক্রবার এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ২৪ ঘণ্টার মধ্যে ৫ লাখ টাকা না দিলে ওই ব্যবসায়ীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে গেছে অপহরণকারীরা। অপহৃত আবুল বাশার (৪২) ওই গ্রামের ফয়েজ কন্ট্রাক্টরের ছেলে।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানুল কবির জানান, বেলা দেড়টার দিকে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ব্যবসায়ী আবুল বাশারকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এহসানুল কবির।