গুম-খুন প্রতিরোধে কঠোর হতে হবে সরকারকে

suronjit sen সুরঞ্জিত সেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গুম-খুন শুভকর নয়। এগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারকে এ বিষয়ে আরো কঠোর হতে হবে। প্রশাসনকে জিরো টলারেন্স হয়ে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি প্রথম এ দেশে গুম-খুনের বীজ রোপন করেছিল। গুম-খুন শুভকর নয়। এগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না।

খালেদা জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, আপনি বলেছেন আপনি আন্দোলন করবেন, সরকারের পতন ঘটাবেন। আপনি কি আগে আন্দোলন করেন নাই? আপনি ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে সহিংসতা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। এখনো সফল হতে পারবেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ