রানা প্লাজায় ৩৩ শ্রমিকের হাত-পা সংযোজনের উদ্যোগ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাভারে রানা প্লাজায় অঙ্গহানী হওয়া ৩৩ শ্রমিকের কৃত্রিম হাত ও পা সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এসব শ্রমিকের কৃত্রিম অঙ্গ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। সরকার একই সঙ্গে আহত শ্রমিকদের চিকিৎসা উত্তর পূনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এসব তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব এম এন নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার শিফায়েত উল্ল্যাহ, পঙ্গু হাসপাতালের পারিচালক ডা. রিজভীসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাভার ট্রাজেডিতে আহতদের যত চিকিৎসা প্রয়োজন আমরা তা করে যাব। কিন্তু চিকিৎসা উত্তর তাদের চাকরী ও বাসস্থানের সহায়তা প্রয়োজন আমরা সে বিষয়টি নিয়েই বেশি ভাবছি।
আ ফ ম রুহুল হক বলেন, আমরা তাদের ঘুরে দাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি। ইতিমধ্যে এবিষয়ে আমরা অনেকগুলো সংস্থার সঙ্গে কথা বলেছি। অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের কর্মসংস্থানের আশ্বাস পেয়েছি। তিনি এব্যাপারে গণমাধ্যমেরও সহযোগিতা চান।