ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

Road oborodh সড়ক অবরোধসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে অপহৃত ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলামকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া আল্টিমেটাম শেষ হতেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে সাইফুলকে উদ্ধারের আশ্বাস দিলেও বেধে দেওয়া সময়ের মধ্যে উদ্ধার করতে না পারায় বিক্ষুব্ধরা সানারপাড় রওশন আরা কলেজ গেইট এলাকা দিয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কে ওঠার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধদের লাঠিচার্জ করে ও বেশ কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘বিক্ষুব্ধরা সানারপাড় রওশন আরা কলেজ গেইট এলাকা দিয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কে ওঠার চেষ্টা করলে আমাদের বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে পারেনি। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে থেকে সাদা পোশাকধারী কয়েকজন সাইফুলকে তুলে নেয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সাইফুলকে উদ্ধারের আশ্বাস দিলে এলাকাবাসী বিক্ষোভ তুলে নেয়। তবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হলেও সাইফুলের সন্ধান দিতে পারেনি পুলিশ।

সানারপাড় ও সিদ্ধিরগঞ্জসহ সাইনবোর্ড মোড় থেকে কাঁচপুর পর্যন্ত প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকেও (এপিবিএন) গাড়িতে টহল দিতে দেখা গেছে। এলাকাবাসী যেন মহাসড়ক অবরোধ করতে না পারে সেজন্য প্রতি রাস্তার মুখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ