সরকার গুম-অপহরণের দায় এড়াতে পারে না : ওবায়দুল কাদের

Obayedul kader ওবায়েদুল কাদেররিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য কিছুদিন ধরে অপহরণ ও গুমের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। যেহেতু আমরা সরকারে আছি, তাই এ গুম ও অপহরণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় একথা বলেন।

ওবায়েদুল কাদের বলেন, অচিরে দেশে গুম ও অপহরণ বন্ধ হবে বলে যারা আশা করেন, তাদের আশা পূরণ হবে। কারণ যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, এ সরকার জনগণের কল্যাণের সরকার। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে যা অন্য কোনো সরকার করতে পারেনি। একটি মহল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ্রচার ও ষড়যন্ত্র চলাচ্ছে। এসব যড়যন্ত্র ও অপ্রচার কোনো কাজে আসবে না।

সকালে হেলিকপ্টারে করে রামগতির আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে অবতরণ করেন ওবায়দুল কাদের। দুপুরে ওই কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

সুধী সমাবেশে রামগতি ও কমলনগরের হাজার হাজার মানুষ নদীভাঙন প্রতিরোধের দাবি জানালে মন্ত্রী নদীভাঙনের এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের দাবির বিষয়টি সম্পর্কে পানিসম্পদ মন্ত্রীকে মোবাইল ফোনে অবহিত করেন। পানি সম্পদ মন্ত্রী নদীভাঙন রোধকল্পে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন,  রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ