পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চডুবি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, পটুয়াখালীঃ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর গলাচিপায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে এমভি শাথিল নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।
লঞ্চটি ৬০ জন যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার পথে শনিবার দুপুর তিনটার দিকে কলাগাছিয়া লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দক্ষিণে ডুবে যায়।
স্থানীয়রা জানান, ১২ জন যাত্রী সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চডুবির পর স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গলাচিপা থানার পরিদর্শক (এসআই) নজরুল জানান, লঞ্চডুবির পর পুলিশ উদ্ধার কাজ শুরু করছে। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।