পটুয়াখালীতে লঞ্চডুবি, ১৩ জনের লাশ উদ্ধার

patuakhali পটুয়াখালীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, পটুয়াখালীঃ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, রোববার ভোরে উদ্ধার কাজ শুরু হলে সকাল ১০টা পর্যন্ত নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ৫ জনের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে ১৩ জনের লাশ উদ্ধার হলো।

শনিবার দুপুর ১২টার দিকে এমভি শাথিল লঞ্চটি গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। পথে ইছাদি মিয়া বাড়ির মোড় অতিক্রম করার সময় কালবৈশাখীর কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়।

স্থানীয় জনতা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচ নারী ও দুই শিশুসহ মোট আট যাত্রীর লাশ উদ্ধার করে। এরপর বৈরী আবহাওয়া ও উদ্ধারকারী জাহাজ না পৌঁছায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়।

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী সায়েমুজ্জামান জানান, বরিশাল থেকে রওয়ানা হওয়া উদ্ধারকারী জাহাজ এমভি হামজা ঘটনাস্থলে আসতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ