নূর হোসেনের বাড়িতে অভিযান ছিল লোক দেখানো
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জে সাত অপহরণের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে এত দিন পর অভিযান চালানোর বিষয়টিকে ‘আই ওয়াশ’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ঘটনার এত দিন হয়ে গেলেও তার (নূর হোসেন) বাসায় কোনো ধরনের অভিযান চালানো হয়নি। জনগণ যখন ফুঁসছে, তখনই দৃষ্টি ভিন্ন খাতে ফেরানোর জন্য এ ধরনের আই ওয়াশ করা হচ্ছে। না হলে এত দিন কেন তার বাসায় তল্লাশি চালানো হলো না।
সারাদেশে রোববার গণ-অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের চত্বরে এ কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
গুম, খুন ও অপহরণের প্রতিবাদে শনিবার বিশিষ্ট নাগরিকদের মানববন্ধনে পুলিশের বাধা দেয়ার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু বিরোধী দল নয়, সারাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকার সবাইকে তার শত্রু মনে করছে।
গত কয়েক মাসে বিএনপির কয়েক শ’ নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, অভিযোগ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় রাজনৈতিক নেতাদের তুলে নেয়া হয়। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নিজেদের রাজনৈতিক স্বার্থে বাহিনীটিকে ব্যবহার করার ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
মঞ্চে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা, গুম-খুন ও ‘আওয়ামী সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। সারাদেশে জেলা-উপজেলা ও মহানগরে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদেরও নির্দেশ দেয়া হয়েছে।