ইউক্রেনকে থামাতে ওয়াশিংটনের প্রতি মস্কোর আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীদের বিরুদ্ধে অবিলম্বে অভিযান বন্ধ করতে কিয়েভকে রাজি করানোর জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফোন করে এ আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সরকার তার নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এ সরকারকে সমর্থন করছে ওয়াশিংটন। মন্ত্রী (ল্যাভরভ) অবিলম্বে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার ও আটক রুশপন্থী বিক্ষোভকারীদের মুক্তি দিতে কিয়েভকে রাজি করানোর জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে পাশ্চাত্যপন্থী আন্দোলনের জের ধরে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় আসে মার্কিনপন্থী অন্তর্বর্তী তুরচিনভ সরকার। এ সরকারকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।
ফোনাআলাপে ল্যাভরভ কেরিকে বলেন, এখনো ইউক্রেনের সহিংসতা প্রশমনের সুযোগ রয়েছে। তিনি রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর ‘শাস্তিমূলক ব্যবস্থা’র নিন্দা জানান।
তিনি বলেন, কিয়েভ যাতে জেনেভা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে সেজন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে ব্যবস্থা নিতে হবে।